শকুনের বাচ্চার মানুষের মাংস খাওয়ার আবদার এবং আমাদের হিন্দু মুসলিমের দাঙ্গা
এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, "বাবা, আমি মানুষের মাংস খাব, এনে দাও না প্লিজ!!!"
শকুন বললো, "ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব ৷"
শকুন উড়ে গেল আর আসার সময় ছেলের জন্য শুকরের মাংস নিয়ে এলো । বাচ্চা বললো, "বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই ।"
বাপ বললো, "ঠিক আছে বেটা, এনে দেব ।"
শকুনটা উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো । বাচ্চা বললো, "আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছো, মানুষের মাংস কোথায়?" তখন শকুনটা উড়ে গিয়ে, শুকরের মাংস একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!!
কিছুক্ষণের মধ্যেই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েকশ মানুষের লাশ পড়ে গেল, আর বাপ-বেটায় মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেলো ।
বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে, "বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো?"
শকুন বললো, "এই মানুষ জাতটাই এরকম । সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন, কিন্তু ধর্মের নামে এদেরকে জানোয়ার থেকেও হিংস্র বানানো যেতে পারে ৷"
বাচ্চা বললো, "তোমার অনেক বুদ্ধি, বাবা ৷"
শকুন, "আরেহ, ধুর!!! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ঠ করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে ধর্মকে ব্যবহার করে ৷"
উপরের কাল্পনিক গল্পটি হয়তো অনেকেই জানেন ৷ কিছু কিছু কাল্পনিক গল্প কখনো কখনো বাস্তবতাকেও হার মানায় ৷ এদেশে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের লোকই সুখে-শান্তিতে বসবাস করে আসছে ৷ যে অশান্তি বিরাজ করছে তা রাজনৈতিক, ধর্মীয় নয় ৷
আমরা যারা আজকে হিন্দুদের উপর হামলা করছি তাদের মুর্তি ভাংচুর করছি আমাদের ধর্ম কি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন ভেবে দেখুন একবার
মূর্তির সাথে কুরআন রাখা কোন প্রকৃত হিন্দু কিংবা মুসলিমের পক্ষেই সম্ভব নয় । একজন প্রকৃত হিন্দু তার পূজা নষ্ট করবে কেন? একজন প্রকৃত মুসলিম তো দুনিয়া উল্টে গেলেও এ কাজ করবে না ৷ সন্দেহাতীত ভাবে এটা কোন শকুনের কাজ, যারা সাম্প্রদায়িক দাংগা লাগাতে চায়। হিন্দু-মুসলিম সবারই এক্ষেত্রে দায়িত্বশীল ভুমিকা প্রয়োজন ।
#Collected #
No comments