Header Ads

ছয় ঘন্টা খাটের নিচে লুকিয়ে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা

 

স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা করার জন্য ছয় ঘণ্টারও বেশি সময় ধরে খাটের নিচে লুকিয়ে ছিলেন স্বামী। পরবর্তীতে গভীর রাতে ছুরিকাঘাতে হত্যা করেন তাকে। এতে সাথে সাথে তার মৃত্যু ঘটে

সম্প্রতি ভারতের পশ্চিম বেঙ্গালুরুর আন্দ্রহল্লিতে ঘটেছে এ ঘটনা। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩১ বছর বয়সী ভারত কুমার নামের রোহিথনগরের এক কাঠমিস্ত্রীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভারতের স্ত্রী বিনুথা মুরগি কিনতে বের হলে, সেই সুযোগে ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে পড়ে ভারত। রাত ১০টার দিকে বিনুথার প্রেমিক শিবরাজ সেখানে উপস্থিত হয় এবং দু’জনে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোর ৩টার দিকে বিনুথা টয়লেটে গেলে তাকে সেখানেই বন্দি করে বাইরে থেকে দরজা আটকে দেয় ভারত। তারপর ছুরিকাঘাতে হত্যা করে শিবরাজকে।

প্রতিবেশীরা জানায়, অভিযুক্ত ভারত ও তার স্ত্রী বিনুথার আট বছরের বিবাহিত জীবনে দু’টি সন্তান রয়েছে। তিন বছর আগে শিবরাজ বিনুথার গ্রাম থেকে চাকরির সন্ধানে এসে তাদের বাসায় এক সপ্তাহ থাকে। সেই সময়ে শিবরাজ বিনুথাকে প্রেমের প্রস্তাব দিলে বিনুথা তা প্রত্যাখ্যান করে।

পরবর্তীতে শিবরাজ আত্মহত্যার হুমকি দিলে বিনুথা প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই বিষয়টি ভারত বুঝতে পারলে বিনুথা স্বামীর বাসা ছেড়ে আলাদা বাসা নিয়ে বসবাস শুরু করে। সেখানে প্রায়ই শিবরাজের যাওয়া-আসা চলতো।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ভারত এক মাস আগে অনলাইন থেকে একটি ছুরি কিনেছিল। ঘটনার রাতে ৯টা থেকে ৩টা পর্যন্ত সেই ছুরি নিয়েই খাটের নিচে অপেক্ষা করছিল সে। খুন করার পরে সে নিজেই আত্মীয়দের ডেকে ঘটনা জানায়। পরবর্তীতে খবর পেয়ে ভোর ৪টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে ভায়দরহল্লি পুলিশ জানিয়েছে, ভারত প্রথমে লাশ গুম করতে চাইলেও পরবর্তীতে মত পরিবর্তন করে তার আত্মীয়কে জানিয়েছিলেন। ময়নাতদন্তের পর লাশ শিবরাজের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এখনও তদন্ত চলছে।


No comments

Powered by Blogger.