Header Ads

একজন গাদ্দাফি আজ বড় প্রয়োজন

 


গাদ্দাফীর ইসরায়েলর প্রকাশ্য কঠোর ইহুদি বিরোধী একজন প্রথম মুসলিম নেতা ছিলেন?


ছাত্রজীবন থেকেই গাদ্দাফী ছিলেন আরব জাতীয়তাবাদের জনক তিনি ছিলেন প্রচন্ড ইসরায়েল বিরোধী মনোভাবের অধিকারী এবং মুসলিম রাষ্ট্রগুলোতে পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপের কঠোর বিরোধী, তিনি ইহুদী রাষ্ট্র ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যানসার হিসেবে বিবেচনা ও আখ্যায়িত করতেন।


১৯৬৯ সালে ক্ষমতায় আসার পরপরই গাদ্দাফী লিবিয়া থেকে  ইসরায়েলের ৫০০ সদস্যের ইহুদী সম্প্রদায়কে লিবিয়া থেকে বহিষ্কার করেছিলেন এবং তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন,  ১৯৭৩ সালের ১৭ই এপ্রিলের ঘটনা সে সময় ইসরায়েলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে ১,৪০০ ইহুদী যাত্রী বোঝাই একটি জাহাজ ধ্বংস করতে পরিকল্পনা নেন চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে সে জাহাজটিকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে ফিরে এসেছে ছিলো গাদ্দাফী বাহিনী। 


গাদ্দাফী রাজনৈতিক জীবনের শুরু থেকেই কঠোর ইহুদী-খৃষ্টান ইসরাইল বিরোধী নেতা ছিলেন, গাদ্দাফী জীবনের শেষ ভাষণে ও উল্লেখ করেছিলো বিশ্বের শক্তিধর রাষ্ট্র আমেরিকা কে কয়েকটা অঙ্গরাজ্য ও একটা বিধ্বস্ত দেশ হিসাবে পরিচিত লাভ করাবে।

আজ বিশ্বে একজন গাদ্দাফির বড়ই প্রয়োজন 

No comments

Powered by Blogger.