Header Ads

কতটা ঘৃনিত এই এই ইহুদীদের জাত পড়েই দেখুন

 


👺👺মানুষ হয়ে অন্য একটা মানুষ জাতিকে কতোটা ঘৃণা করে তার বাস্তব দৃষ্টান্ত।👺👺


হিটালারের ১জন সহযোগি ছিলো নাম ছিলো আইকম্যান, এই আইকম্যান হিটলারের হুকুমে ইহুদিদের অমানবীক নির্যাতন করে  হত্যা করতো,গায়ে চামরা খুলে নিতো! হঠ্যাৎ হিটলারের পতন হওয়ার পরে, আইকম্যান পালিয়ে অনেক দুরে গিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে লাগলো, ১দিন ইহুদি বাদীরা খবর পেয়ে আইকম্যানের সামনে গেলো, তার হাতেপায়ে বেধে ফেল্লো, তাকে হত্যা করার প্রস্তুতি শেষ, তখন ১ইহুদি নেতা জিজ্ঞাসা করলো, আইকম্যান তুমি মরার আগে কোনো কিছুর ইচ্ছা আছে কিনা? তখোন আইকম্যান বল্লো হ্যা আমার ১টা ইচ্ছা আছে, ইহুদী বল্লো বলো কি ইচ্ছা আইকম্যান বল্লো আমি মরার আগে ইহুদী ধর্ম কবুল করে মরতে চাই,,

ইহুদী বল্লো কেনো তোমার ইহুদী হওয়ার ইচ্ছা জাগলো, তখন আইকম্যান বল্লো আমি মরার পরে যাতে মানুষ বলে, আর ১টা ইহুদী মরলো,,,

তার অর্থ হলো আইকম্যান ইহুদীদের কতোটা ঘৃর্না করতো।


🔥ইহুদী আসলেই একটা নিকৃষ্ট জাতিগোষ্ঠী , হিটলার বলে  ছিলেন আমি ইচ্ছা করলে সব ইহুদীর বংশ ধংস করে ফেলতে পারতাম কিন্তু করলাম না এই জন্য যাতে ভবিষ্যতে নতুন প্রজন্ম একবার হলেও চিন্তা করে কেনো হীটলার এদেরকে হত্যা করে ছিলো তাই কিছু বাঁচিয়ে রাখলাম।


সংগৃহীত


No comments

Powered by Blogger.